Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরার শ্যামনগরে ১৯টি ভারতীয় গরু আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ সুন্দরবন উপকূলবর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের নূর ইসলাম সানার বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি ভারতীয় গরু আটক করেছে। রবিবার দুপুর ২টার দিকে পুলিশ ১০লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় এই গরু আটক করে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুন্দরবনের ভেতর দিয়ে গরু পাচারের খবর গোপনে জানতে পেরে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টহল দলের সদস্যরা মথুরাপুর গ্রামের নূর ইসলাম সানার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ পথে পাচার করে আনা ১৯ টি ভারতীয় গরু আটক করে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন