Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান তালার ব্যবসায়ীদের

তালা প্রতিনিধি

তালা উপজেলা ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম মালিক সমিতির উদ্দ্যোগে আর্থিক সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে । ২৬জুলাই সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম মালিক সমিতির আহ্বায়ক কাজী রবিউল ইসলাম বাবলু, মোঃ আবুল হোসেন, কামরুল ইসলাম, শেখ আকিজ, বরুন সাধু, আনোয়ারা খাতুন, আব্দুস সালাম, আবুল কাশেম বিশ্বাস, সাইদুর রহমান সুমন, জয়দেব দাশ, মির্জা শামীম, সাঈদ সম্রাট প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাসের কারণে সামাজিক, রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠান সরকার কর্তৃক বন্ধ থাকায় ডেকোরেটর ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল পড়ে থেকে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।  তাছাড়া দীর্ঘ সময় বেকার অবস্থায় থেকে নগদ অর্থ হাতে না থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে রয়েছেন ব্যবসায়ীবৃন্দ। যার কারণে আর্থিক সহায়তা পেতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন।

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন