শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কালীগঞ্জে ফেন্সিডিলসহ কারবারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে ৪৮ বোতল ফেন্সিডিলসহ নাজিমুদ্দিন ওরফে রাসেল নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার হিজলা মোড়ে ঢাকাগামী এসডি সুমন পরিবহনে তল­াশি করে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ী নাজিমুদ্দিন ওরফে রাসেল (২৪) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল বারীর ছেলে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী পরিবহন তল­াশি করে ৪৮ বোতল ফেন্সিডিলসহ নাজিম উদ্দিন রাসেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন