বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

তালায় গাঁজা রাখার অপরাধে তিন মাসের সাজা

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় গাঁজা পাওয়ার অপরাধে হাশেম আলী সরদার (৫২) নামে একজনকে তিন মাসের বিনাশ্রম সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। হাশেম আলী সরদার যশোর কেশবপুর উপজেলার মীর্জাপুর গ্রামে মৃত আসমতুল্লাহ সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, তালা উপজেলার জেঠুয়া এলাকার থেকে গাঁজাসহ আটক করে পুলিশ। পরে বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন তাকে তিন মাসের সাজা প্রদান করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন