শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনস্ হলরুমের অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ্ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি এমপি রবি বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশের আত্মত্যাগ ও ভূমিকা দেশের মানুষ চিরদিন স্মরনে রাখবে। আমরা খুবই সৌভাগ্যবান জাতি আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি সেই সাথে আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করতে যাচ্ছি।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ৩৪ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এসময় সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন