শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় ভারতীয় মালামাল সহ চোরাচালানী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ২১৫ পিস ভারতীয় তালাসহ ১জন চোরচালানীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই ভারতীয় তালা আটক করে র‌্যাব।
গ্রেপ্তারকৃত চোরাকারবারীর নাম মোঃ মমিনুর রহমান কারিগর (৩৬)। সে সাতক্ষীরা সদর উপজেলা বাশদহা এলাকার মৃত ইসমাইল হোসেন এর ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আগরদাড়িঁ গ্রামস্থ মোঃ আব্দুল হামিদ সরদার বাড়ির আঙ্গিনাতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আমাদানী নিষিদ্ধ ২১৫ পিস ভারতীয় তালাসহ হাতে নাতে মমিনুর রহমান কারিগরকে আটক করা হয়। রাতেই তাকে সদর থানায় পুলিশে সোপার্দ করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন