শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরা মহিলা আ’লীগের মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরার নেতৃত্বে বেলা সাড়ে দশটার দিকে সাতক্ষীরা পিএন হাই স্কুল থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক ঘুরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগের আহবানে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন