শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় ২ কেজি গাঁজা ও মটর সাইকেলসহ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় র‌্যাব অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও সামনে প্রেস লেখা একটি মটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম(২৬)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মোঃ আব্দুল ওহাবের ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে রবিবার রাত পৌনে ৮টার দিকে অভিযান চালিয়ে সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামস্থ খোকন ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে দুই কেজি গাঁজা ও একটি মটর সাইকেলসহ শরিফুলকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে কথিত ২৪ ঘন্টা টিভির একটি আইডি কার্ড উদ্ধার করা হয়। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন