বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

খৈলের আড়ালে ভারত থেকে আনা বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি পিস জব্দ

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সরিষার খৈল এর এলসি খুলে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ শাড়ি কাপড় ও থ্রি পিস উদ্ধার করেছে বিজিবি। রোববার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের পার্কিং ইয়ার্ড থেকে একটি ভারতীয় ও দুটি বাংলাদেশি ট্রাক থেকে এসব জব্দ করা হয়।

বিজিবি ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত পণ্যভর্তি তিনটি ট্রাক বিজিবির ৩৩ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে মালামালের পরিমাণ জানা যাবে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন