শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

দেবহাটায় ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় ৮০ বোতল ফেন্সিডিলসহ হাবিবুর রহমান মিলন নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বহেরা গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তাারকৃত হাবিবুর রহমান মিলন (৩২) সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, হাবিবুর রহমান মিলন একজন পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে জেলা ও জেলার বাইরে ফেন্সিডিলের পাইকারী চালান সরবরাহ করে আসছিলো সে। ফেন্সিডিল চোরাচালানে তার সিন্ডিকেটে আরোও রয়েছে খাসখামার গ্রামের মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী হাতকাটা ওহাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টার দিকে বহেরা গ্রামে হাবিবুর রহমান মিলনের বাড়িতে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/ এ হোসেন

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন