যশোরের মনিরামপুর উপজেলার বয়ারখোলা গ্রামে মোঃ হালিম (১৬) নামে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের জব্বার গাজীর ছেলে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্কুল সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে খেলা করার উদ্দেশ্য খাকুন্দী মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসে। সেখানে খেলা করার একপর্যায় হালিমের সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। বেলা বারটার দিকে স্কুল মাঠের পাসে ডোবার মধ্যে হালিমকে ভেসে থাকতে দেখে তারা চিৎকার করতে।
এসময় স্থানীয়রা ছুটে এসে তাকে পানি থেকে তুলে দ্রুত স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে হালিম মারা গেছে বলে ওই চিকিৎসক জানান।
হালিমের পরিবারের সদস্যরা জানান, হালিম ইপিলেপ্সি রোগী ছিল। তার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় করার পরও সে ভালো হয়নি।
খুলনা গেজেট/এমআর