সাতক্ষীরা পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক আহবায়ক এমএ জলিল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে শহরের ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
সোমবার দুপুর সোয়া ২ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে বিএনপি নেতা আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এনএম