বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২
চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ মেম্বারের অনাস্থা প্রস্তাব

আশাশুনির কাঁদাকাটি ইউপি অফিসে তালা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাঁদাকাটি ইউনিয়ন পরিষদে কাক্সিক্ষত সেবা না পেয়ে পরিষদের চেয়ারম্যান ও সচিবের রুমে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা। বিষয়টি নিয়ে এলাকায় বেশ উত্তেজেনা দেখা দিয়েছে। গতকাল রবিবার সকালে এলাকাবাসী ইউনিয়ন পরিষদের বেশ কয়েকটি রুমে তালা ঝুলিয়ে দেয়।

খোঁজ নিয়ে জানা যায়, কাঁদাকাটি ইউপির চেয়ারম্যান দীপংকর কুমার সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দূর্নীতির কারণে পরিষদের ১২জন ইউপি সদস্যের মধ্যে ১০জন সম্প্রতি চেয়ারম্যানের বিরুদ্ধে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অনাস্থা প্রস্তাব আনেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় আবেদন প্রাপ্তির পর তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুস সালামকে দায়িত্ব অর্পণ করেন। ডাঃ আব্দুস সালাম ১৬ সেপ্টেম্বর চেয়ারম্যান দীপংকর কুমার সরকারকে কারণ দর্শানোর নোটিশ করেছেন। নোটিশে বিভিন্ন অনিয়মের অভিযোগসমূহ আমলে নিয়ে তার বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব কেন পাশ করা হবে না মর্মে আগামী ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এদিকে ইউপির চেয়ারম্যান দীপংকর কুমার সরকার কাঁদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে পরিষদে না আসার কারনে ইউনিয়নবাসি সকল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে সেবা প্রত্যাশীরা ক্ষুব্ধ হয়ে গতকাল রবিবার সকালে পরিষদের বেশ কয়েকটি রুমে তালা ঝুলিয়ে দিয়েছে।

এ বিষয়টি নিয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, “ইউপি সদস্যদের ও স্থানীয়দের অভিযোগ পেয়েছি, একজন কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দিয়েছি। তদন্তে অনিয়ম ও দূর্নীতি প্রমান হলে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর কাঁদাকাটি ইাউনিয়ন পরিষদের রুমে তালা দেওয়ার বিষয়টি আমি শুনেছি।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন