বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

শ্যামনগরে কোটি টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট কার্ড। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আসা আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ওষুধ জব্দ করা হয়েছে এমনটা নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন।

তিনি বলেন, একটি অসাধু চক্র ভারত হতে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে নিয়ে আসবে এমন তথ্যের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মীরগ্যাং ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় পরিত্যক্ত অবস্থায় অবৈধভাবে আসা এই বিপুল জনসংখ্যার ওষুধের চালানটি জব্দ করা হয়েছে।

জব্দকৃত ওষুধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন