সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে দুই সহযোগীসহ মাসুদ বাহিনীর প্রধান সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে তাদেরকে সদর থানা পুলিশে হস্তান্তর করে যৌথ বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মারাজপুর ইউনিয়নের দহাকুলা গ্রামের মোঃ তাজেলের ছেলে মো. মাসুদ রানা ওরফে কোপা মাসুদ (৩৬), উমরাপাড়া গ্রামের বাবুল সরদারের ছেলে ব্রহ্মরাজপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা (২৭) ও সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত শেখ আহমদ হোসেনের ছেলে শেখ বাদশা ফয়সাল (৩৪)।
সাতক্ষীরা সেনা ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, মাদকসেবনসহ একাধিক অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পর কোপা মাসুদ ও অন্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার লক্ষ্যে তাদেরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানকালে তাদের কাছ থেকে ৯০পিস ইয়াবা ও পাঁচ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে হলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
খুলনা গেজেট/এনএম