সাতক্ষীরার শ্যামনগর উপজেলাসহ কলারোয়া উপজেলা ও পৌর কমিটি একযোগে বিলুপ্তির ঘোষণা দিয়েছে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শনিবার (৩০ আগস্ট) রাতে সংগঠনের জেলার আহবায়ক অ্যাড.কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলারোয়া উপজেলা শাখা, কলারোয়া পৌর শাখা ও শ্যামনগর উপজেলা শাখা মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।
স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলার আহবায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শেখ শরিফুুজ্জামান সজিব আজ কমিটি বিলুপ্তির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব বলেন, তৃণমূল নেতৃত্বকে সুসংগঠিত করার লক্ষ্যে ঢেলে সাজানো হবে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব তাড়াতাড়ি আবার নতুন কমিটি করা হবে, যেন নতুন উদ্যমে কাজ করা যায়।
খুলনা গেজেট/এনএম