Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

শ্যামনগরে কপোতাক্ষ নদ থেকে বালি উত্তোলনের সময় ২ জন গ্রেপ্তার

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় দুই জনকে গ্রেপ্তার করেছে বুড়িগোয়ালিনী নৌ পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ঘোলা এলাকার ইউনুস শেখের ছেলে ওয়াছকুরুনি ও মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নৌ পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, ‘নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কোনো সুযোগ নেই। যারা এই কাজে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

অবৈধভাবে নদ থেকে বালি উত্তোলন করে পরিবেশের ক্ষতি করছে, এমন কার্যকলাপে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন