Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

শ্যামনগরে সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত মুজিবর গাজীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত মুজিবর গাজী (৬২) মারা গেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুজিবর গাজী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে গত ২৪ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে শ্যামনগর উপজেলার সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুজিবর গাজী ও অমল সরকারসহ উভয় পক্ষের ৬ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মুজিবর গাজী ও অমল সরকারকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মুজিবর গাজী মারা যান।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, সংঘর্ষের ঘটনায় আলাউদ্দিন ও সুশান্ত সরকার নামে দুইজন বাদী হয়ে সোমবার রাতে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মুজিবর গাজী মারা যাওয়ায় তার পক্ষের মামলাটি হত্যা মামলা হিসেবে আমলে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন