সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন সোমবার বিকেলে নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের আয়োজন করেন তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “ধানের শিষ হলো এদেশের গণমানুষের প্রতীক। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, রহমতুল্লাহ পলাশের সহধর্মিণী শেতারা পারভীন নিশি, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়াজান মোড়ল এবং জালালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন সরদার আবুল হোসেন, সাধারণ সম্পাদক ময়েজউদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এসএস