দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) সাতটি ভারতীয় ট্রাকে মোট ২০২ মেট্রিক টন পেঁয়াজ ভোমরা বন্দরে ঢুকেছে। ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ‘রোববার সন্ধ্যা নাগাদ ৭টি গাড়িতে ২০২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে ঢুকেছে। আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাসের মালিকানাধীন মেসার্স অয়ন ট্রেডার্স এই পেঁয়াজ আমদানি করে। আমদানিকৃত পেঁয়াজের ছাড়কারক প্রতিষ্ঠান হলো ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট মোশাররফ ট্রেডার্সের স্বত্বাধিকারী জিএম আমীর হামজা। আরো পেঁয়াজের গাড়ি ভোমরা বন্দরে ঢোকার অপেক্ষায় ভারতের ঘেজাডাঙ্গা স্থলবন্দরে অপেক্ষারত আছে।’
ভোমরা কাস্টমসের সহকারি কমিশনার মোঃ শওকত হোসেন জানান, রোববার সন্ধ্যা নাগাদ ৭ গাড়িতে ২০২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পিঁয়াজ আমদানি হয় জানানোই রাজস্ব কর্মকর্তা।
খুলনা গেজেট/এসএস