Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় কৃষক দলের ভুয়া কমিটির বিরুদ্ধে নেতাকর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলামের বিরুদ্ধে আওয়ামী দোসরদের পূর্ণবাসন ও ভুয়া কমিটি জমা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপি নেতা কর্মীদের উদ্যোগে রোববার (১৭ আগস্ট) বেলা ১১টায় ব্রহ্মরাজপুর বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু হাসান, সদস্য সচিব নুরুল ইসলাম বাবু, জেলা তরুণ দলের সদস্য সচিব আবুল বাসার, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফয়সাল ইকবাল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসিম বিল্লাহ, সার্চ কমিটির সদস্য আব্দুল্লাহ আল গালিব, সাবেক আহবায়ক হুমাউন কবির, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলফাজ উদ্দীন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক শামিম বাবু প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম আওয়ামী লীগ দোসরদের নিয়ে ভুয়া কৃষক দল কমিটি গঠন করে জমা দিয়েছেন। এতে বিএনপি ও কৃষক দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। তারা অবিলম্বে এ ভুয়া কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন