ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন জেলা মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রাটি শেষ হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাসসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা মন্দির সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। সাতক্ষীরার বিভিন্ন মন্দির, সংগঠন ও হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ শোভাযাত্রা ও অনুষ্ঠানে অংশ নেন।
খুলনা গেজেট/এসএস