বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম আলিফ হোসেন। সে সাতক্ষীরার সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আলিফ হোসেন তার মায়ের সঙ্গে পাশের বাড়িতে গিয়েছিল। মা প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময় পাশে খেলছিল আলিফ। খেলার ফাঁকে এক পর্যায়ে সে পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর আলিফকে না পেয়ে তার মা চারপাশে খোঁজা শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় আলিফের মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন