তালায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরদার (৭২) ইন্তেকাল করেছেন।

তিনি ওই গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।

বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দাফন কার্যক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন