সাতক্ষীরায় যুব দিবসের সমাবেশে বক্তারা

ব্যালট বাক্স ছিনতাইয়ের সিদ্ধান্ত নিলে পরিবার ও পিতা-মাতার কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

কেউ যদি ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের সিদ্ধান্ত নেয় তাহলে তাদেরকে পরিবার ও পিতা-মাতার কাছ থেকে বিদায় নিয়ে আসতে বললেন জামায়াত নেতারা। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে মিছিল-পূর্ব এক সমাবেশে বক্তারা একথা বলেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা যুব বিভাগের উদ্যোগে বিকাল সাড়ে ৪টায় শহরে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ ওমর ফারুক, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমির জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমান, শহর যুব বিভাগের সভাপতি আবু তালেব, সদর যুব বিভাগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

সমাবেশ বক্তারা আরও বলেন, জাতীয় জীবনে যুব সমাজের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশের মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। ইতিহাস প্রমাণ করে, বিশ্বে বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরে। আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে যুব সমাজ অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি সুস্থ জাতি গঠনে যুব শক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‍্যালি বের হয়ে নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়, নারকেলতলা মোড় হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় মিছিল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন