বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে ফারজানা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী এলাকার কয়াল পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু ফারজানা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালি গ্রামের দ্বীন ইসলামের মেয়ে।

জানা গেছে, সোমবার দুপুরে ফারজানা বাড়ির পাশে পুকুরে দাদির সঙ্গে গোসল করতে যায়। এসময় ফারজানা দীর্ঘক্ষণ পুকুরে গোসল করতে থাকলে দাদি তাকে বারবার পুকুর থেকে উঠতে বলে। কিন্তু দাদির কথায় কর্ণপাত না করায় দাদি ফারজানার মায়ের সাথে নালিশ করতে বাড়িতে যায়। এর মধ্যে এক পর্যায়ে সে (ফারজানা) পানিতে ডুবে যায়। পরে তার মা ও দাদি পুকুরে এসে ফারজানাকে না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন