শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়া (হেতালখালী) গ্রামের জামিলা খাতুন (২৫) নামে এক গৃহবধূর বিষ পান করে আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১১ আগষ্ট) সকালে এই ঘটনা ঘটে।
তার পিতার নাম মো: জামাল উদ্দিন। মৃত জামিলা খাতুনের স্বামী মো: রায়হান দিনমজুরির কাজ করেন। তাদের দুটি শিশু কন্যা সন্তান রয়েছে।
মৃতের মামাতো ভাই মো: রেজাউল করিম বলেন, আমি মাঠে কাজ করছিলাম। বাড়ি এসে শুনি জামিলা বিষ খেয়েছে। পরে ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসি। যখন ভ্যানে নিয়ে আসি আমার কোলে ছিল এবং জীবিত ছিল, কখন মারা গেছে জানি না।
কর্তব্যরত চিকিৎসক মো: শাকির হোসেন বলেন, আমরা ইসিজি করেছি। মৃত নারী কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা আগে বিষ পান করেছে বলে মনে হচ্ছে। মৃতের ঠোঁট কালো হয়ে গেছে, শরীর শক্ত হয়ে গেছে। আধা ঘন্টা আগে মারা গেলে এমন হওয়ার কথা নয়। তবে ময়না তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।
সরেজমিনে দেখা যায়, মৃত জামিলা খাতুনের পিতা মো: জামাল উদ্দীন হাসপাতাল প্রাঙ্গণে বারবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন।
মৃতের এক চাচী তার মাথায় সমস্যা ছিল বলে উপস্থিত গণমাধ্যমকে জানান।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্যা হুমায়ুন কবির বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খুলনা গেজেট/এনএম