Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্যামনগরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টানমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

শনিবার (৯ আগস্ট) বেলা ১০টায় শ্যামনগর চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব। মানববন্ধনে উপজেলার সবকটি সাংবাদিক ক্লাবের সাংবাদিকরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় এতে অংশ নেন সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওসার, সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান, মুনসুর আহমেদ, হুসাইন বিন আফতাব, আলমগীর হায়দার, কামরুজ্জামান, আশিকুর রহমান, গাজী ইমরান, বেলাল হোসেন, আব্দুল হালিম প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন