Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

শ্যামনগরে ১টি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলিসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

এর আগে সেনাবাহিনী কালিগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের কুতুব উদ্দীনের চায়ের দোকান থেকে তাদের আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত হলেন, শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের আবু দাইদ গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামের আঃ সবুর শেখের ছেলে আলমগীর হোসেন বাবু (৩৭) ও গোলাখালী গ্রামের মৃত সিয়াম উদ্দিন মোল্লার ছেলে জামিরুল ইসলাম জামু (৫৫)।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) হুমায়ূন কবির মোল্লা জানান, সেনাবাহিনী অস্ত্র গুলিসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন