Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দখল-দূষণে অস্তিত্ব সংকটে সাতক্ষীরার প্রাণসায়ের খাল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

দখল-দূষণে অস্তিত্ব সংকটে প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের আদেশ বাস্তবায়নের বর্তমান প্রেক্ষিত সুবিধাভোগীদের মতামত বিষয়ক এক সভা বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। বেলার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিবেশন উন্নয়ন সংঘের সভাপতি পল্টু বাসার, ক্রসেন্ট এর নির্বাহী পরিচালক একেএম আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবলু, সাতক্ষীরা জেলা মহিলা দলের সদস্য ফরিদা আক্তার বিউটি, সৃজনী মহিলা লোকো কেন্দ্র সভানেত্রী জোসনা দত্ত, সুন্দরবন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, এসডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, মৎস্য ব্যবসায়ি সমিতির সভাপতি আব্দুর রব, জেলা মাংস ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক শেখ অলিউল ইসলাম, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাতক্ষীরার প্রাণসায়ের খাল। এই খাল শহরের সৌন্দর্য বন্ধন করেছে। খননের পরে খালের পানিতে প্রবাহ ফিরে আসলেও দখল-দূষণে ফের প্রাণ হারাতে বসেছে জেলার ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল। এই খালের প্রবাহ বজায় রেখে দখল ও দূষণ রোধ করে নতুন করে প্রাণ ফিরিয়ে আনতে হবে। তাহলে জলবদ্ধতা নিরষে এই প্রাণসায়ের খাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।

বক্তারা আরো বলেন, একসময় এই খালটি ছিল শহরের প্রাণ। কিন্তু বর্তমানে এটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো অপসারণ এবং বর্জ্য ফেলা বন্ধ করতে না পারলে খালের পুনরুদ্ধার সম্ভব নয়। বক্তারা প্রাণসায়ের খালের দখল-দূষণ রোধে আদালতের আদেশ বাস্তবায়নে পৌর প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন