Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

৫ আগষ্ট ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আশাশুনিতে বিএনপির পৃথক বিজয় র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আশাশুনিতে পৃথক বিজয়ের র‍্যালি করেছেন উপজেলা বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে একটি র‍্যালি আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এবং অপরটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষ পূণরায় একই স্থানে পৃথক পথসভা করে।

উপজেলা মোড়ের পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন। যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, বিএনপি নেতা শেখ আব্দুর রশীদ, আব্দুল আলীম, শওকত হোসেন, রবিউল আওয়াল ছোট, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছট্টু, সরদার রুহুল আমিন, আক্তারুজ্জামান, তাঁতী দলের আহ্বায়ক আমির হোসেন বাদশা, কৃষক দলের আহ্বায়ক লিয়াকত আলী ও সদস্য সচিব আব্দুল কাদের, শ্রমিক দলের সভাপতি নূর ইসলাম মোড়ল ও সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমূখ।

অপরদিকে ইউনিয়ন পরিষদ মোড়ের পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল হেনা। সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড.গোলাম গণি দুদু, সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, বিএনপি নেতা মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব আশিকুজ্জামান আশিক, সাজিনুর রহমান, আব্দুল মজিদ,মৎস্যজীবী দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জিয়া পরিষদের সভাপতি জিএম আল ফারুক, ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম সবুজ, কলেজ শাখার আহ্বায়ক সুমন আলী ও সদস্য সচিব সেলিম হোসেন প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, সাবেক ফ্যাসিবাদী সরকার দেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা হরণ করে গোটা দেশকে কারাগারে পরিণত করেছিল। এর প্রতিবাদে সাধারণ ছাত্র জনতা রাস্তায় নামলে শেখ হাসিনার নির্দেশে কয়েক হাজার ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। ৫ আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। স্বৈরাচার মুক্ত দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এখন সময়ের দাবি। তাই দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য বক্তারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন