Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আশাশুনি উপজেলাকে স্বতন্ত্র আসনের দাবীতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে একীভূত করে সংসদীয় আসন-১০৭ (সাতক্ষীরা-৪) করার সিদ্ধান্ত বাতিল ও আশাশুনি উপজেলাকে স্বতন্ত্র আসনের দাবীতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার (৫ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধনের আয়োজন করে আশাশুনি উপজেলার সচেতন নাগরিক সমাজ।
মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় স্থানীয় শতশত জনগণের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ল’ ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি এড.আব্দুস সোবহান মুকুল, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক এমপি মরহুম মাওঃ এ এম  রিয়াছাত আলীর বিশ্বাসের ছেলে মাওঃ নুরুল আবছার মুরতাজা,  আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি এবিএম আলমগীর পিন্টু, সেক্রেটারী জাকির হোসেন প্রিন্স, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, আশাশুনি ৪টি দ্বীপে ও সুন্দরবন সংলগ্ন শ্যামনগর ৩ দ্বীপে বিভক্ত হওয়ায় এই দুটি উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। আশাশুনির সাথে শ্যামরগরের কোন যোগাযোগ সড়ক নেই। বিচ্ছিন্ন ও দুরবর্তী দুটি উপজেলাকে নিয়ে আসন বিন্যাস অকল্পনীয়। জনকল্যাণের কথা বিবেচনা করলে আশাশুনিকে কখনো শ্যামনগরের সাথে একীভূত করা যায়না।
আশাশুনিকে স্বতন্ত্র আসন না করা হলে আশাশুনির ভোটাররা ভোট বর্জন করবে এমন প্রচার পাড়া মহল্লায় শোনা যাচ্ছে দাবী করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তন-পূর্বক ন্যায্য জনদাবীর প্রতি সমর্থন জানাতে জোর আবেদন জানান বক্তারা।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন