Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
সাতক্ষীরায় জুলাই শহিদ ও যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা

‘যারা শহীদ হয়েছিলেন তারা জাতির বীর সন্তান’

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান শুরুতেই জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস ভিডিও বার্তা প্রদান করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণপদ পাল।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু প্রমূখ।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফরহিম সিদ্দিক কমল, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সোহেল মেহাদীন সাদী, জুলাই যোদ্ধা আহত মোঃ জিল্লুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক প্রতিবাদের প্রতীক। দেশের গণতান্ত্রিক চেতনা পুনরুদ্ধারে এই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, তারা জাতির বীর সন্তান। তাদের আত্মত্যাগ ও সাহসিকতা স্মরণীয় করে রাখতে আমাদের তরুণ প্রজন্মকে ইতিহাস জানতে ও ধারণ করতে হবে।

অনুষ্ঠানে সাতক্ষীরার শহিদ পরিবারের সদস্য ৪ জন ও জীবিত ৯৭ জন মুক্তিযোদ্ধাসহ মোট ১০১ জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। সম্মাননা গ্রহণকারী পরিবারগুলোর চোখে ছিল শ্রদ্ধা, গর্ব ও আবেগের অশ্রু।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। তাতে ‘জুলাই আন্দোলন’ কেন্দ্রিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হুসেইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুমসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন