Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরায় দোয়া ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ জুলাই) আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের কাটিয়া শাহী মসজিদে যোহরের নামাজ শেষে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আরাফাত হোসাইন এর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন শাহী মসজিদের খতিব মুফতি হাফিজুর রহমান।

আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহাইল মাহাদীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রকিব ও নাতে রাসুল (সা.) পেশ করেন হাফেজ তামিম ইকবাল।

এ সময়ে বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে সাতক্ষীরার শহীদ আসিফের ছোট ভাই রাকিবুল হাসান, সংগঠনের উপদেষ্টা অর্ঘ্য বিন জুয়েল, সহ-সভাপতি ইমামুল হাসান, আল মামুন, সাধারণ সম্পাদক রাকিবুল মোড়ল, কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশব্যাপী ন্যায়-অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় তরুণ সমাজ, মসজিদ কমিটির সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন