সাতক্ষীরা সরকারি কলেজের ঐতিহ্যবাহী জিয়া হল দ্রুত সংস্কার পূর্বক পুনরায় চালুর করার দাবিতে কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ। বুধবার (২৩ জুলাই) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এর কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা আল মামুন ও কলেজ সভাপতি মো. রফিকুল ইসলাম স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার উদ্যোগে দীর্ঘ দিন যাবত অপরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হলটি সংস্কারপূর্বক পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিল।
স্মারকলিপিতে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, প্রকাশনা সম্পাদক হা আনিসুর রহমান, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা,কলেজ সেক্রেটারি মো. মাসুদুজ্জামান, অফিস সম্পাদক জিয়াউর রহমান ফাহিম, সিটি কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।
স্মারকলিপি পাওয়ার পর প্রফেসর মো. আবুল হাশেম, দ্রুত সময়ের মধ্যে হলটি সংস্কার সহ চালু করার আশ্বাস দেন।
খুলনা গেজেট/এএজে