Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্যামনগরে সবজি ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে মো. ইকবাল (৪০) নামে পায়ের রগ কাটা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইকবাল হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা গোবিন্দপুর গ্রামের একটি সবজি ক্ষেতে এক ব্যক্তির মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছেন, ইকবাল হোসেন নিয়মিত মাদক সেবন করত। আকরাম হাজীর সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে জিআই তারের বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। রাতের কোন এক সময় মাদক সেবন করতে নির্জন ওই সবজি খেতে গেলে ফাঁদে জড়িয়ে বিদ্যুৎসৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে তার পায়ের রগ কাটা থাকায় বিষয়টি রহস্যজনক বলেও দাবি করেছেন তারা।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, ওই যুবকের বাম পায়ের রগ কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ইকবাল হোসেন মাদক সেবন করতেন। ময়নাতদন্তের পরে এ সর্ম্পকে বিস্তারিত জানা যাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন