Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে অবৈধ নেট-পাটা অপসারণে সাড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় জলাবদ্ধতা নিরসনে অবৈধ নেট-পাটা অপসারণে সাড়াশি অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। সোমবার (২১ জুলাই) তিনি তালা উপজেলার খেশরা, খলিশখালি, জালালপুর ও মাগুরা ইউনিয়নে নৌকায় চড়ে এই অভিযান চালান।

অভিযানকালে তালা উপজেলার খলিশখালির দলুয়া নদী, মাগুরা ইউনিয়নের মাদরা ব্রিজ থেকে খেশরা ইউনিয়নের কলাগাছিয়া ও শালিকা গেট পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যরা, তালা থানার এসআই জিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিক।

অভিযান শেষে ইউএনও দিপা রানী সরকার বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং জলাবদ্ধতা নিরসনে এই অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার প্রতিটি নদী, খালে এই ধরনের অভিযান চলমান থাকবে। এসময় তিনি এলাকাবাসীর সাথে কথা বলেন এবং জনগণকে সচেতন হওয়ার আহবান জানান।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন