Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে জেলার সব থানায় অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) ভোর রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় জেলার প্রতিটি থানায় একযোগে সব ধরনের অনলাইন জিডি কার্যক্রম চালু হয়। এর মাধ্যমে সাধারণ জনগণ ঘরে বসে বা যে কোন স্থান থেকেই স্মার্টফোনের সাহায্যে অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন অভিযোগ বা সাধারণ ডায়েরি করতে পারবেন।

অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান ও মো. শাহিনুর চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক, পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ চৌধুরী রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সাতক্ষীরা জেলার ৮টি থানায় অনলাইন জিডি কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। থানার অনলাইন জিডি কার্যক্রম আগে থেকে চালু রযেছে। তবে এখন থেকে থানার পাশপাশি বাড়ি থেকেও বা দূরবর্তী যে কোন স্থান বা যে কোন সিটিতে থেকেও সকল ধরনের জিডি অনলাইনে করা যাবে।

তিনি আরও বলেন, এটার জন্য গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেখান থেকে সব ধরণের সেবা পাওয়া যাবে। এর জন্য জন্মনিবন্ধন বা জাতীয় পরিচপত্র, একটি স্মার্টফোন ও ওয়াইফাই কানেকশন থাকলে যে কোন জায়গা থেকে তিনি এই সেবা পাবেন। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি মহদয়ের নির্দেশনায় এই সেবা গুলো চলমান থাকবে।

পুলিশ সুপার বলেন, প্রযুক্তির সহায়তায় সাধারণ মানুষকে আরও দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে থানায় গিয়ে সময় ও ভোগান্তি ছাড়াই মানুষ ঘরে বসে অনলাইন জিডি করতে পারবেন। এই সেবার বষিয়টি বিভিন্ন মাধ্যমে আমরা জনগণের কাছে পৌছে দেওয়ার চেষ্টা করছি।

প্রসঙ্গত, ইতোপূর্বে অনলাইনে কেবলমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। তবে সোমবার (২১ জুলাই ২০২৫ থেকে) থেকে জেলার সব থানায় সব ধরনের জিডি অনলাইনে করার ব্যবস্থা চালু হয়েছে। এই সেবা ব্যবহার করে এখন চুরি, জবরদখল, হুমকি, পারিবারিক দ্বন্দ্বসহ অন্যান্য সাধারণ বিষয়েও ঘরে বসেই থানায় জিডি করা যাবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন