Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ জুলাই) উপজেলা প্রশাসনের নির্দেশনায় বিজিবি নীলডুমুরস্থ ১৭ ব্যাটালিয়ানের সহযোগিতা এই অভিযান পরিচালিত হয়।
অর্থদন্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ীর নাম গোলাম রসুল মোড়ল (৪৫)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন।
শনিবার (১৯ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। এসময় উপস্থিত ছিলেন বিজিবির মেজর সুসমিত সোবন দাস, সুবেদার আব্দুর লতিফ প্রমুখ।
স্থানীয়রা জানান, গোলাম রসুল মোড়ল খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তিনি বুড়িগোয়ালীনি থেকে বালু উত্তোলন করে দূর্গাবাটি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদারের কাছে বিক্রি করছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও গোলাম রাসূল শ্যামনগরের রাজনৈতিক নেতাদের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান, বেশ কিছুদিন ধরে গোলাম রসুলসহ কয়েকজন ব্যবসায়ী অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন এমন অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। অপরাধ স্বীকার করায় তাকে মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন আরো জানান, বালু মহল ব্যতীত কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করে কেউ তা বিক্রি করতে পারবে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন