সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাঁকড়া শিকারের অভিযোগে এক জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। বুধবার (১৬ জুলাই) ভোর রাত ২টার দিকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীর কাঠেরশ্বর টহলফাঁড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬০০ কেজি ওজনের কাঁকড়া ও একটি ইঞ্জিন চালিত ট্রলার উদ্ধার করা হয়।
আটক জেলের নাম ইয়াকুব আলী সরদার (৬০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার দায়িত্বপূর্ণ স্টেশনের আওতাধীর কাঠেরশ্বর টহলফাঁড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬০০ কেজি ওজনের কাঁকড়া ও একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ জেলে ইয়াকুব আলী সরদারকে আটক করা হয়। সুন্দরবনে প্রবেশে বনবিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সে ওই এলাকায় কাঁকড়া শিকার করছিল।
সুন্দরবনের প্রাণবৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নির্ধারিত মৌসুম ছাড়া কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওই বন কর্মকর্তা।
খুলনা গেজেট/এএজে