সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জামায়েত -শিবির – এনসিপির অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের সঙ্গীতা মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের সাথে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে।
বিক্ষোভ  মিছিলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এসএম কবির, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, যুগ্ম আহবায়ক খালিদ হাসান সুমন, রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, রাজিবুল ইসলাম রাজিব, জাহিদ হাসান প্রমুখ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলে এসব ঘটনার প্রতিবাদ জানান।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন