Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরা পানিতে ডুবে শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খাদিজা নামে ৬ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিটকি গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শিশু খাদিজা সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মমিনুর রহমান ওরফে মহিন গাজীর মেয়ে।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, খাদিজা মঙ্গলবার বেলা ১২টার দিকে তার বোন আয়েশা (৮) ও মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। নানা বাড়িতে গিয়ে খাদিজা খেলাধূলা করার এক পর্যায়ে  সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পাড়ে চলে  যায়। পুকুরপাড়ে খেলা করার সময় হঠাৎ সে পানিতে পড়ে যায়।  এসময় খাদিজাকে পানিতে ভাসতে দেখে তার বোন আয়েশা তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের দুই বোনকে  উদ্ধার করতে সক্ষম হলেও খাদিজা ঘটনাস্থলেই মারা যায়। বোন আয়েশাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সে এখন আশঙ্কা মুক্ত।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন