Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আশুরা উপলক্ষে ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

মসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় রোববার (৬ জুলাই) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বন্দর সংশ্লিষ্টরা জানান, পবিত্র আশুরায় সরকারি ছুটি থাকায় রোববার বাংলাদেশ ও ভারতের মধ্যকার ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে । সোমবার (৭ জুলাই) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক তুফান দুলাল মন্ডল বলেন, পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন বলেন, পবিত্র আশুরার কারণে একদিন ভোমরা বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গতঃ প্রতিদিন ভোমরা স্থল বন্দর দিয়ে ২৫০-৩০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। আর রপ্তানি হয় ৫০-৬০ ট্রাক পণ্য। ভোমরা থেকে ভারতের কোলকাতা বন্দরের দূরত্ব অপেক্ষাকৃত কম হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই পথ ব্যবহার করে ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন