Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে জুলকার হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু জুলকার হোসেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের ইসমাইল আলী গাজীর ছেলে।

পারিবারের সদস্যরা জানান, দুপুর ১২টার দিকে বাড়ি থেকে খেলতে বের হয় জুলকার। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তার মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। জুলকারের বন্ধু ইব্রাহিম, শওকত ও রোহানের কাছে জিজ্ঞাসা করলে তারা জানায়, গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে যায়।

তাদের দেয়া তথ্য অনুযায়ী জুলকার হোসেনকে বেলা ৩ টার দিকে পুকুর থেকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্তত দু’ঘণ্টা পূর্বে শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন