Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযান, ফার্মেসি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগ কলারোয়া বাজারের একটি ফার্মেসীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২ জুলাই) দুপুরে মেসার্স রাসেল ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কলারোয়া বাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রয় করছে। যা সেবনে মানুষ অসুস্থ্য এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর দিক নির্দেশনায় দুপুরে কলারোয়া বাজারের ফার্মেসিতে টাস্কফোসের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি ও সংরক্ষণ করায় ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ধারা মোতাবেক মেসার্স রাসেল ফার্মেসীর মালিক কাজী সামছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দীন আহমেদ, বিজিবির পক্ষে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, ঔষধ পরিদর্শক, ঔষধ প্রশাসন, সাতক্ষীরা বাশারাফ হোসেনসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন