Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্যামনগরে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদন্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে আটক করে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাটের সামনে থেকে গাঁজা সেবন অবস্থায় স্থানীয় জনতা আটক করে পুলিশে দেওয়ার পর তাদের এই কারাদন্ড প্রদান করা হয়।

গাঁজা সেবনের দায়ে কারাদন্ডপ্রাপ্ত দুই যুবক হলো, যশোর জেলার শার্শা উপজেলার উত্তর বুরুজ বাজার গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে মনির হোসেন বাপ্পি (২২) ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাটের সামনে গাঁজা সেবন অবস্থায় স্থানীয় জনতা মনির হোসেন বাপ্পি ও আরিফুল ইসলামকে হাতনাতে আটক করে পুলিশে সোপার্দ করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাপ্পিকে ৫ দিন ও আরিফুলকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদানকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন