Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দেশে নারী নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় গণপ্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

দেশে নারী নির্যাতন, অপহরণ ও হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় গণপ্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৩০ জুন) সাতক্ষীরা শহরের পিএন স্কুল মাঠ সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালিত হয়।

গণপ্রতিবাদ কর্মসূচিতে উন্নয়ন সংগঠন স্বদেশ, আইন ও সালিশ কেন্দ্র, এইচ আর ডি এফ, সিডো, হেড সংস্থা, ক্রিসেন্ট, এমএসএফ, এইচআরডিএন-সাতক্ষীরা, বারসিক, সুশীলন, উত্তরণ, সুন্দরবন ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, সৃজনী মহিলা লোককেন্দ্র, ব্রেকিং দ্য সাইলেন্স, প্রথমআলো বন্ধুসভা, রূপান্তর, মিশন মহিলা উন্নয়ন সংস্থা, সম্মিলিত সামাজিক উদ্যোগসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

এতে অংশগ্রহণকারীরা সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর উপর পৈশাচিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকহারে বাড়ছে উল্লেখ করে বলেন, বিচারহীনতার কারণে নারীরা আজ কোথাও নিরাপদ নয়। বিগত ৫ মাসে ৯ হাজার ১শটি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। বিচারাধীন রয়েছে ৬৫ হাজারের অধিক মামলা। যা নারী ও শিশু নির্যাতনের ভয়ংকর চিত্র মনে করিয়ে দেয়।

মানববন্ধনে স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত এর সভাপতিত্বে ও সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রফেসর মোজাম্মেল হোসেন, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, রঘুনাথ খাঁ, লুইস রানা গাইন, কলেজ ছাত্রী ময়না, মহিলা পরিষদের রূপা বসু, আঞ্জুয়ারা মিলি, যুব প্রতিনিধি হৃদয় মন্ডল, জাহাঙ্গির হোসেন, নাজমা খাতুন, আলীনুর খান বাবুল, মহাদেব দাশ, শ্যামল দেবনাথ, অ্যাড. মুনিরউদ্দীন, আব্দুল্লাহ বিশ্বাস, আফজাল হোসেন, কুমকুম, নিত্যানন্দ সরকার, মফিজুর রহমান প্রমুখ।

বক্তারা সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগরের ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণসহ দেশে ঘটে যাওয়া নারী ও সংখ্যালঘু নির্যাতন, জমিদখল ও হত্যা আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন