Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার পাটকেলঘাটায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২৮ জুন) দুপুরে পাটকেলঘাটা থানার টিকারামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজীবর রহমান, টিকারামপুর গ্রামের এনামুল হক রানা, তার স্ত্রী মাহমুদা সুলতানা এবং একই গ্রামের হাবিবুল সরদারের ছেলে সোলায়মান।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, জুলাই আন্দোলনের পর থেকে ওই এলাকায় চাঁদাবাজি ও মাদক কার্যক্রম চালিয়ে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকের পর আসামিদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের পরে সেনাবাহিনী তাদেরকে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন