Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় খাবার পানি উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদনহীন, অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদনকারী দুটি ফ্যাক্টরিতে টাস্কফোর্স অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৪টায় সদর উপজেলার গোবিন্দকাঠী এলাকায় বিজিবি, বিএসটিআই কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কর্ফোসের সদস্যরা এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই এর অনুমোদন ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদন করে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে। যা একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা।

এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর দিক নির্দেশনায় বর্ণিত স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদনকারী দুটি ফ্যাক্টরীতে টাস্কর্ফোসের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম, বিজিবির পক্ষে সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, বিএসটিআই খুলনা এর ফিল্ড অফিসার মোঃ আব্দুল মান্নান সহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক “মোকাব্বির ড্রিংকিং ওয়াটার” এর মালিক মোঃ মাছুম বিল্লাহ এবং “আফিফা এন্টার প্রাইজ” এর মালিক আবুল হোসেন প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন