Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারী চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ভারতে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরায় ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম ওজনের ছয় টুকরা দেশী তেজাবী (হাতপাকা) স্বর্ণসহ নাসরিন নাহার (৩০) নামের এক নারী চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (২৫ জুন) সকালে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলীপুর এলাকা থেকে এই স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক স্বর্ণ চোরাকারবারি নাসরিন নাহার সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ভোমরার টাওয়ার এলাকার ইমাম হোসেনের স্ত্রী।

বিজিবি সূত্র জানায়, ভারতে পারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সাতক্ষীরা এলাকা থেকে ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ বাঁকাল চেক পোস্টের হাবিলদার শাহীন আহমেদের নেতৃত্বে একটি অভিযানিক দল সকালে সদর উপজেলার আলীপুর এলাকায় অবস্থান নেয়। এসময় ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন হিসাবে নাসরিন নাহারকে আটক করে বিজিবি। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম ওজনের ছয় টুকরা দেশী তেজাবী (হাতপাকা) স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭৬ লাখ ৬৪ হাজার টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক পিবিজিএম, পিএসসি, জি স্বর্ণ সহ এক নারী চোরাকারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন